Terms and Conditions
মর্ডান আইটি কি
মডান আইটি হচ্ছে একটি ডিজিটাল মার্কেটিং সাইট। এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের তথ্য এবং জ্ঞানমূলক পোস্ট করা হয়। মর্ডান আইডির প্রতিষ্ঠাতা এডমিন জনাব মোঃ হৃদয় লাস্ট কয়েক বছর যাবত এই ডিজিটাল মার্কেটিং এর ফ্রিল্যান্সিং সাইট নিয়ে কাজ করে যাচ্ছে।
সাধারণত টার্ম
মর্ডান আইটির প্রতিনিয়ত শেয়ারকৃত প্রত্যেকটা পোস্ট অর্থাৎ তার ওয়েবসাইটের বিভিন্ন ধরনের টিপস, তথ্য ও ট্রিকস নিজ দায়িত্বে ব্যবহার করবেন। কেননা কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতির দায়ভার মডার্ন আইটি বহন করবে না। এজন্য আপনি আপনার নিজ দায়িত্বে সমস্ত কিছু বুঝে জেনে তারপর ব্যবহার করবেন।
এই সাইটে প্রকাশিত বিভিন্ন ধরনের বহিরাগত লিঙ্গের প্রতি মডার্ন আই টির কোন নিরাপত্তা প্রদান করে না, নিজ দায়িত্বে বহিরাগত লিঙ্গে প্রবাস করতে হবে এবং সেখানে কোনো তথ্য প্রবেশ করানোর আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন।
কোন প্রয়োজনে মডান আইটির হেল্পলাইনঃ ০১৩০০৭১৪৫৮২ । এছাড়াও facebook page যোগাযোগ করুন। পাঠকদের জন্য যেকোনো সময়ে মেসেজ দিতে পারবেন। ফেসবুক পেজে প্রতিনিয়ত অনেক মানুষ মেসেজ দেয় তাই ইমারজেন্সি প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল করতে পারেন।
অনেক সময় ফেসবুক পেজে মেসেজ দিয়ে দ্রুত কোন রেসপন্স নাও পেতে পারেন। কেননা মডার্ন আইটির এডমিন তিনি সারাক্ষণ বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকেন। ভবিষ্যতে মডান আইটি আরো বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে থাকবে।
মডানাইটির ওয়েবসাইট এক্সেস করলে আমরা ধরে নিয়ে যে আপনি এই শর্ত বলি স্বীকার করেন। আপনি যদি এখানে উল্লেখিত সমস্ত শর্ত বলি সাথে একমত না হন তাহলে আপনি এই ওয়েবসাইটের কোন সার্ভিস গ্রহণ করবেন না আপনার জন্য এই ওয়েবসাইট প্রযোজ্য হবে না। আধুনিক আইডির বিভিন্ন পাঠকদের মন্তব্য প্রতিফলিত করে না,
তারা সেই পাঠকদের মন্তব্য প্রতিফলিত করে যারা তাদের মতামত ও মতামত পোস্ট এবং নীতিমালা অনুযায়ী অনুসরণ করে। আপনি ওয়ারেন্ট এবং প্রতিনিধিত্ব করেন যে আপনি আমাদের ওয়েবসাইটের যেকোনো ধরনের মন্তব্য করার অধিকারী এবং এটি করার জন্য আপনার সমস্ত প্রয়োজনীয় সম্মতি রয়েছে।
কপিরাইট নীতি
সাধারণত মডার্ন আইটিতে যে সকল কনটেন্ট প্রকাশিত হয় সেগুলো একমাত্র মডার্ন আইটির। যেকোনো উদ্দেশ্যে কিংবা যেকোনো কারণে মডার্ন আইডিতে প্রবেশ করে কোন পোস্ট বা পেজের কনটেন্ট সম্পন্ন কপি করে নিজের ওয়েবসাইটে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
মর্ডান আইটিতে প্রকাশিত বিভিন্ন ধরনের ব্লগ পোস্টগুলো বাংলা বা ইংরেজি সোর্স থেকে ভাব অনুবাদ করে লেখা হয়, সে ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কোন না কোন পোস্ট কখনো না কখনো বা কাকতালীয়ভাবে সোর্সের সাথে সরাসরি মিলে যেতে পারে। এছাড়াও মর্ডান আইটির টিমে বিভিন্ন ধরনের মানুষ ভবিষ্যতে কাজ করবে তো সে ক্ষেত্রে কোন ত্রুটি কারণে কখনো কখনো
কোন কনটেন্ট যদি আপনার হয়ে থাকে এবং আপনি যদি সেই কনটেন্টই না চান যে অন্য কোন ভাষাতে প্রকাশিত হোক তবে আপনি চাইলে মডার্নাইটির এডমিনের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
গোপনীয়তা ও নীতি
মডার্ন আইডিতে আপনার প্রবেশ করানো বিভিন্ন ধরনের তথ্য উদাহরণ হিসেবে বলা যায় যে নাম, ইমেল, ফোন নাম্বার এছাড়াও বিভিন্ন ধরনের ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে বা ব্যক্তিগত বিভিন্ন তথ্য সম্পূর্ণ সুরক্ষিত রাখা হয় কিন্তু তার ১০০% সুরক্ষার নিশ্চয়তা মডার্ন আই টি দেয় না।
মডার্নাইটির এখন পর্যন্ত প্রকাশিত সকল কন্টেন সকলের জন্য উন্মুক্ত।
মডান আইটির নীতিমালার সঙ্গে আপনার একমত প্রসঙ্গে
মর্ডান আইটির সকল নিয়ম-কানুন অর্থাৎ সকল শর্ত ও গোপনীয়তা নীতি সমস্ত কিছুর সঙ্গে আপনি যদি একমত না করেন তাহলে মডার আইডি সার্ভিস বা সেবা গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখুন।
কেননা মর্ডান আইডি অনেক সময় সকল সার্ভিস বা সেবাতে ক্লাইন্ট সেটিসফিকেশন গ্যারান্টি দেয় না বা দেওয়া হয় না। তাই আপনি আপনার নীতিমালা বা কোন মতামতের বিষয়ে কোন প্রশ্ন থাকলে মর্ডান আইডির যোগাযোগ পেজে যোগাযোগ করতে পারেন।
কমেন্ট পলিসি
মর্ডান আইটির যে কোনো প্ল্যাটফর্মে কোনো পোস্ট ভিডিও বা পেইজে মন্তব্য করার ক্ষেত্রে যে পোস্ট বা ভিডিও বা পেইজে মন্তব্য করবেন কেবলমাত্র সেই পোস্ট বা পেইজ সংশ্লিষ্ট কোনো বিষয়ের কোন কিছু জানতে বা জানাতে চাইলে মন্তব্য করতে পারবেন।
যে পোস্ট বা ভিডিও বা পেইজে মন্তব্য করবেন সেই পোস্ট বা ভিডিও বা পেইজ সংশ্লিষ্ট কোনো বিষয়ে নিজের ভাল লাগার অনুভূতি ব্যক্ত বা গঠনমূলক সমালোচনা করে মন্তব্য করতে পারবেন।
উপরোক্ত বিষয়গুলি ছাড়া অন্য কোন বিষয়ে মন্তব্য করবেন না।
কমেন্টে সকল ধরণের অশালীন, বিজ্ঞাপনমূলক, অশ্রাব্য ও আক্রমনাত্বক শব্দ/বাক্যের ব্যবহার নিষিদ্ধ।
আপনার বা অন্য কারো কোন মতামত, অভিযোগ বা প্রশ্ন জানাতে যোগাযোগ পেইজ ব্যবহার করুন।
মর্ডান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url