রবি ইন্টারনেট অফার ২০২৩ সহ আরো জনপ্রিয় অফার সমূহ
কম দামে ভালো ফোন কেনার উপায়সমূহসারা দিন ইন্টারনেট চালু রাখুন, কম খরচে!আপনি কি সারা দিন ইন্টারনেট ব্যবহার করেন? ভিডিও দেখেন, গান শোনেন, গেম খেলেন? তাহলে রবি ইন্টারনেটের নতুন অফার আপনার জন্যই! রবি ইন্টারনেট অফার ২০২৩ চমৎকার স্পিড, দারুণ অফার!
রবি ইন্টারনেট আপনার জন্য সীমাহীন মজা, সীমিত খরচ! কিভাবে সারা দিন ইন্টারনেট ব্যবহার করেও খরচ কমাতে পারবেন? আপনার স্মার্টফোনটি আরো বেশি ব্যবহার করতে চান? রবি ইন্টারনেটের নতুন অফার আপনার জন্য অপেক্ষা করছে! সমস্ত কিছু নিয়ে থাকতে আজকের পোস্টটিতে।
পোস্ট সূচিপত্রঃ রবি ইন্টারনেট অফার ২০২৩
মর্ডান আইটি
মূলভাব - রবি ইন্টারনেট অফার ২০২৩
রবি সিম কোম্পানি তাদের গ্রাহকদের জন্য ইন্টারনেট অফারগুলো ব্যবহারকারীদের ক্ষেত্রে আকর্ষণীয় ও সুবিধাজনক ডেটা প্যাকেজ নিয়ে এসেছে অত্যন্ত স্বল্প মূল্যে। সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ থেকে শুরু করে, দৈনিক, সাপ্তাহিক, মাসিক এবং বিশেষ উৎসব ভিত্তিক অফারগুলো বিভিন্ন ধরণের ব্যবহারকারীর প্রয়োজন মেটাতে তৈরি করা হয়েছে।
এই অফারগুলোতে থাকছে উচ্চগতির ইন্টারনেট সেবা, বিনামূল্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সুযোগ, এবং সহজে রিচার্জ ও সাবস্ক্রিপশনের সুবিধা। আরো পাচ্ছেন
- আপনি সর্বোচ্চ পরিমাণ ডাটা সর্বনিম্ন মূল্যে পাবেন।
- ফ্রি এসএমএস, ফ্রি কল, এবং ফ্রি ডাটা সার্ভিস কিভাবে পাবেন।
- আপনি সারা দিন ইন্টারনেট ব্যবহার করেও খরচ কমাতে পারবেন।
- রবি ইন্টারনেটের নতুন অফারে আপনি সুপার ফাস্ট ইন্টারনেট স্পিড উপভোগ করতে পারবেন।
- এই অফারে আপনি বিশেষ সুবিধা যেমন ফ্রি কল, ফ্রি এসএমএস, বাড়তি ডাটা ইত্যাদি পাবেন।
রবি ইন্টারনেটে যে সকল মেয়াদী প্যাকেজ রয়েছে
রবি ২০২৩ সালে বেশ কিছু ইন্টারনেট অফার দিয়েছে, যা গ্রাহকদের জন্য আকর্ষণীয়। বর্তমান সময়ের রবি কোম্পানি তাদের গ্রাহকদের জন্য সব ধরনের সুবিধার সুব্যবস্থা রয়েছে। কেননা কোন গ্রাহকের চাহিদা অনুযায়ী সে সকল প্যাকেজ ক্রয় করতে পারবে ছোট প্রয়োজনে ছোট প্যাকেজ এবং বড় প্রয়োজনে বড় প্যাকেজ। এগুলোর মধ্যে রয়েছে
- দৈনিক প্যাকেজঃ অল্প মেয়াদী প্যাকেজ, অনেক সময় অনেক ব্যক্তির বিভিন্ন কারণে খুব বেশি ইন্টারনেটের প্রয়োজন পড়ে না সে ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত এই দৈনিক প্যাকেজ এর মেয়াদ হয়ে থাকে ২৪ ঘণ্টা বা একদিনের ইন্টারনেট।
- সাপ্তাহিক প্যাকেজঃ ৭ দিন বা এক সপ্তাহের মেয়াদে ডেটা প্যাকেজ। অনেকেই পুরো সপ্তাহের প্যাকেজ ক্রয় করতে পছন্দ করে, সেই সকল রবি গ্রাহকদের জন্য এই সাপ্তাহিক প্যাকেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- মাসিক প্যাকেজঃ ৩০ দিনের জন্য বড় পরিমাণ ডেটা প্যাকেজ, যারা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন। অনেকেই রয়েছে যারা সারা মাস ইন্টারনেট ব্যবহার করে থাকে তাদের ক্ষেত্রে মাসিক প্যাকেজ ক্রয় করার প্রয়োজন পড়ে সেই সকল ব্যক্তিদের জন্য এই মাসিক প্যাকেজের সুব্যবস্থা রয়েছে রবি সিম কোম্পানিতে।
যেভাবে ইন্টারনেট প্যাকেজ ক্রয় করবেন।
বর্ধমান সময়ে বিশ্বব্যাপী ডিজিটালাইজেশনের পরিপ্রেক্ষিতে রবি ইন্টারনেট প্যাকেজ কেনার বিভিন্ন পদ্ধতি রয়েছে। এজন্য কোন রবি গ্রাহক চাইলেই বেশ কয়েকটি উপায় অবলম্বন করে সে তার প্রয়োজনীয় প্যাকেজ ক্রয় করতে পারবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সে উপায় গুলো সম্পর্কে
- USSD কোডঃ আপনি *১২৩# ডায়াল করে ইন্টারনেট প্যাকেজ কিনতে পারেন। অনেক ক্ষেত্রে সিম কোম্পানি তাদের অফারের পরিবর্তনের কারণে গ্রাহকরা বিভিন্ন সমস্যায় পড়ে থাকে। যার ফলে কোন ব্যক্তি তার ফোনে থাকা ডায়ালপ্যাড ব্যবহার করলেই দেখতে পাবে তার আপডেটককৃত সকল অফার সমূহ এবং সেই সাথে সাথে ক্রয় ও করতে পারবে।
- My Robi অ্যাপঃ রবির নিজস্ব অ্যাপ থেকে সহজেই ইন্টারনেট প্যাকেজ কেনা যায়। অনেকেই কোড ডায়াল করে অফার ক্রয় করতে পছন্দ করেনা, সে ক্ষেত্রে কোন ব্যক্তি চাইলেই My Robi অ্যাপ ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যেই আকর্ষণীয় সকল অফার সমূহ দেখে বুঝে ক্রয় করতে পারবে।
- রবি ফ্লেক্সিপ্ল্যানঃ রবি ফ্লেক্সিপ্ল্যান আপনাকে নিজস্ব প্যাকেজ তৈরি করার সুযোগ দেয়। আপনি আপনার পছন্দ অনুযায়ী ডেটা, মিনিট এবং এসএমএস নির্ধারণ করতে পারেন।
এছাড়াও প্যাকেজ ক্রয় করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অনলাইন পেমেন্ট করে সকল অফার সমূহ ক্রয় করার সুব্যবস্থা রয়েছে, উদাহরণ হিসেবে বলা যায় যে বিভিন্ন মোবাইল ব্যাংকিং এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে প্যাকেজ কেনা যায়।
রবি ইন্টারনেট অফার ২০২৩
রবি যা বর্তমান সময়ে অধিক জনপ্রিয় একটি সিম কোম্পানি হিসেবে পরিচিত। কেননা তারা তাদের গ্রাহকদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার প্রদান করে থাকে। যার ফলে কোন গ্রাহক তাদের বিভিন্ন প্রয়োজনার্থে রবির সকল আকর্ষণীয় অফার ভোগ করে থাকে। এবং এ কোম্পানির সবথেকে বড় সুবিধা হচ্ছে সকল অফার প্যাকেজ অন্যান্য সিম কোম্পানিদের তুলনায় প্যাকেজ মূল্য তুলনামূলকভাবে কম থাকে।
যে সকল সময়ে রবি সিম কোম্পানি বিশেষ অফার দিয়ে থাকে
কিছু বিশেষ উপলক্ষে রবি গ্রাহকদের জন্য আলাদা অফার দেয়, যেমনঃ
- ফেস্টিভাল অফার: ঈদ বা অন্যান্য উৎসবে রবি সাধারণত বিশেষ ইন্টারনেট প্যাকেজ ঘোষণা করে।
- নাইট প্যাকেজ: যারা রাতে ইন্টারনেট ব্যবহার করেন, তাদের জন্য বিশেষ নাইট প্যাকেজ।
রবি সাধারণত বিভিন্ন সময় ৩ ঘন্টার মেয়াদে ডেটা প্যাকেজ অফার করে থাকে। বর্তমানে এই ধরণের অফার সম্পর্কে সঠিক তথ্যের জন্য রবির অফিসিয়াল অ্যাপ বা USSD কোড চেক করতে পারেন। যেহেতু এ ধরনের অল্প সময়ের প্যাকেজগুলো খুবই প্রচলিত, তাই মাঝে মাঝে পরিবর্তন হতে পারে। USSD কোড ব্যবহারের মাধ্যমে সহজেই প্যাকেজ চেক করতে পারবেন
আরো পড়ুনঃ ফ্রি টাকা ইনকাম করার উপায় সমূহ জেনে নিন।
একদিন মেয়াদের রবি ইন্টারনেট প্যাকেজ। রবি একদিনের জন্য বেশ কিছু ইন্টারনেট অফার দিয়ে থাকে। এগুলো হলোঃ
১ জিবি ইন্টারনেট
- মূল্য: ২৫ টাকা (ভ্যাট, এসডি, এসসি প্রযোজ্য)
- মেয়াদ: ১ দিন (২৪ ঘণ্টা)
- কোড: 123025#
২ জিবি ইন্টারনেট
- মূল্য: ৩৪ টাকা (ভ্যাট, এসডি, এসসি প্রযোজ্য)
- মেয়াদ: ১ দিন
- কোড: 123034#
৫০০ এমবি + ৫০০ এমবি ফেসবুক
- মূল্য: ২২ টাকা
- মেয়াদ: ১ দিন
- কোড: 123022#
তিনদিন মেয়াদের রবি ইন্টারনেট প্যাকেজ
তিনদিন মেয়াদের প্যাকেজগুলো যারা স্বল্পমেয়াদী ব্যবহারের জন্য ইন্টারনেট প্যাকেজ নিতে চান তাদের জন্য বেশি উপযোগী উপযোগী। কিছু জনপ্রিয় প্যাকেজ হল
১.৫ জিবি ইন্টারনেট
- মূল্য: ৪৪ টাকা
- মেয়াদ: ৩ দিন
- কোড: 12344#
৩ জিবি ইন্টারনেট
- মূল্য: ৫৮ টাকা
- মেয়াদ: ৩ দিন
- কোড: 12358#
২ জিবি ইন্টারনেট + ২ জিবি ইউটিউব
- মূল্য: ৫৫ টাকা
- মেয়াদ: ৩ দিন
- কোড: 123055#
রবিতে গ্রাহকদের জন্য সব থেকে বড় সুবিধাজনক অফার গুলো পেয়ে থাকে রবিতে কোন গ্রাহক মন্ত্রী প্যাকেজ ক্রয় করতে পারবেন সাপ্তাহিক প্যাকেজ ক্রয় করতে পারবেন এমনকি প্রতিদিনের প্যাকেজ ক্রয় করতে পারবেন।
৩০ দিন মেয়াদী প্যাকেজ। ৩০ দিন মেয়াদে বেশ কিছু প্যাকেজ রয়েছে যেগুলো বর্তমান সময়ে খুব ব্যয়বহুল এবং খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সেগুলো হলো
- ৩ জিবি ইন্টারনেট মূল্য ১৪৮ টাকা
- ১০ জিবি ইন্টারনেট মূল্য 298 টাকা
- ২০ জিবি ইন্টারনেট প্যাকেজ মূল্য ৪ ৪৮ টাকা
- ৩০ জিবি ইন্টারনেট প্যাকেজ মূল্য ৫৪৮ টাকা
- আর ৪৫ জিবি ইন্টারনেট প্যাকেজ মূল্য ৬৪৮ টাকা
উপরোক্ত সকল অফার সমূহের কোন USSD কোড নেই। অফার গুলো ক্রয় করার জন্য আপনাকে মাই রবি অ্যাপ ব্যবহার করতে হবে। আপনার রবি সিম দিয়ে মাই রবি অ্যাপ লগইন করলেই উপরোক্ত সকল অফারসহ আরো অন্যান্য অফার দেখতে পাবেন এবং নিজের পছন্দ অনুযায়ী ক্রয় করতে করবেন।
৩০ জিবি প্রতিদিন ১ জিবি করে
- অফারটির মেয়াদ হচ্ছে ৩০ দিন
- এবং মূল্য হচ্ছে ২১৯ টাকা
- অফারটির অ্যাক্টিভেশন কোড হচ্ছে *123*0219#
- রবিতে এক হাজার মিনিট ক্লাস ৪ জিবি মূল্য ২৯৯ টাকা
- দেড়শ মিনিট প্লাস ১০ জিবি মূল্য ৩৯৯ টাকা
- ৩৫০ মিনিট প্লাস 15 জিবি ৪৯৯ টাকা
- ৪০০ মিনিট প্লাস ২৫ জিবি ৫৯৯ টাকা
- ৫০০ মিনিট প্লাস ৩৫ জিবি ৬৯৯ টাকা
- সাতশ মিনিট ৪০ জিবি ৭৯৯ টাকা
আনলিমিটেড মেয়াদ ডাটা ৭৫ জিবি মূল্য ১৫৯৮ টাকা।
সাত দিন মেয়াদী প্যাকেজ
৫ জিবি ইন্টারনেট প্যাকেজ
- মূল্য ৮৯ টাকা
- মেয়াদ ৭ দিন
- অফারটির একটিভিশন কোড হচ্ছে*212*707#
৬ জিবি ইন্টারনেট
- মূল্য ১২৯ টাকা
- মেয়াদ সাত দিন
- অফারটি এক্টিভেশন কোড হচ্ছে *123*0129#
১০ জিবি ইন্টারনেট প্যাকেজ
- মূল্য ১৯৯ টাকা
- প্যাকেজটির মেয়াদ হচ্ছে ৭ দিন এবং
- একটিভিশন কোড হচ্ছে *123*0199#
চার জিবি ইন্টারনেট প্যাকেজ
- মূল্য ১০৮ টাকা
- মেয়াদ ৭ দিন
- এক্টিভেশন কোড হচ্ছে *123*0108#
মাত্র ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট কিনুন
রবি গ্রাহক জন্য সবচেয়ে জনপ্রিয় একটি অফার হচ্ছে ১ জিবি ইন্টারনেট কেননা অনেক সময় অনেকেই বিভিন্ন প্রয়োজনে ১ জিবি ইন্টারনেট বা অল্প ইন্টারনেট প্যাকেজ ক্রয় করতে চাই সে সকল গ্রাহকদের জন্য এটি একটি জনপ্রিয় অফার।
আরো পড়ুনঃ যৌন শক্তি বৃদ্ধির ঘরোয়া উপায় জেনে নিন।
এ অফারটির মেয়াদ হচ্ছে তিন দিন এই অফারটিকে একটিভিশন করতে হলে ডায়াল করতে হবে*৮৮৮# ।
মাসিক ডাটা প্ল্যান অর্থাৎ সারা মাসব্যাপী মিনিট প্লাস ডাটা।
বর্ধমান সময়ে রবি সিম কোম্পানির অনেক গ্রাহক তারা বিভিন্ন কারণে সারা মাসব্যাপী কম্ব প্যাকেজ ক্রয় করার প্রয়োজন পড়ে। এজন্য সেই সকল গ্রাহকদের বিশেষ সুবিধা নিয়ে থাকছে রবি সিম কোম্পানির এই কম্ব প্যাকেজ গুলো
3GB ডাটা + 100 মিনিট
- কোড: 1293#
- মুল্য: ১০০ টাকা
- মেয়াদ: ৩০ দিন
5GB ডাটা + 150 মিনিট
- কোড: 1295#
- মুল্য: ১৫০ টাকা
- মেয়াদ: ৩০ দিন
২ উইকলি ডাটা প্ল্যান
- 2GB ডাটা + 50 মিনিট
- কোড 1272#
- মুল্য ৭০ টাকা
- মেয়াদ ৭ দিন
4GB ডাটা + 100 মিনিট
- কোড 1274#
- মুল্য ১০০ টাকা
- মেয়াদ ৭ দিন
ডেইলি ডাটা প্ল্যান
1GB ডাটা
- কোড 1111#
- মুল্য ৩০ টাকা
- মেয়াদ ১ দিন
2GB ডাটা
- কোড 1112#
- মুল্য: ৫০ টাকা
- মেয়াদ: ১ দিন
স্পেশাল অফার। সুপার ফাস্ট ডাটা প্যাক।
10GB ডাটা
- কোড: 13310#
- মুল্য ২০০ টাকা
- মেয়াদ ৩০ দিন
নাইট ডাটা প্যাক
5GB ডাটা (রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত)
- কোড 1325#
- মুল্য ৮০ টাকা
- মেয়াদ ৩০ দিন
কোড এবং অফারসমূহ পরিবর্তিত হতে পারে, তাই সর্বশেষ তথ্যের জন্য রবি’র অফিসিয়াল ওয়েবসাইট বা অথবা মায়ের অভি এপ ব্যবহার করে বর্তমানে আপনার সিমে আপডেট কৃত সকল অফার গুলো দেখতে পাবেন এবং সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী অফার কম্বোগুলো ক্রয় করতে পারবেন। বিভিন্ন সময় অফার সমূহ অঞ্চলে ভিন্ন হতে পারে।
রবি ইন্টারনেট অফার ২০২৪
বর্তমানে চলমান কৃত কিছু জনপ্রিয় অফার সমূহের তালিকা দেওয়া হলো। নিচের আলোকিত সকল অফারসমূহ বিগত দিন সমূহে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে রবির সকল গ্রাহকদের কাছে। এজন্য আপনিও এক নজরে দেখে নিন সকল অফার সমূহ।
রবি ৩ জিবি ডেটা অফার।
- মূল্য ৯৯ টাকা
- মেয়াদ ৭ দিন
- অ্যাক্টিভেশন কোড ১২৩৪৪#
রবি ৫ জিবি ডেটা অফার।
- মূল্য ১৪৯ টাকা
- মেয়াদ ১৫ দিন
- অ্যাক্টিভেশন কোড ১২৩৫৫#
রবি ১০ জিবি ডেটা অফার।
- মূল্য ২৪৯ টাকা
- ভ্যালিডিটি ৩০ দিন
- অ্যাক্টিভেশন কোড ১২৩৬৬#
রবি আনলিমিটেড ডেটা অফার।
- মূল্য: ৪৯৯ টাকা
- ভ্যালিডিটি: ৩০ দিন
- অ্যাক্টিভেশন কোড: ১২৩৭৭#
বোনাস অফার ইন্টারনেট প্যাকের সাথে ফ্রি কলিং মিনিটস
- মূল্য ৩৯৯ টাকা
- ভ্যালিডিটি ৩০ দিন
- অ্যাক্টিভেশন কোড ১২৩৮৮#
কোডগুলি ১২৩ অথবা ৫৫৫ বা ৮৮৮ কোড দিয়ে ভিন্ন হতে পারে। সবসময় নিশ্চিত হতে আপনার রবি অফিসিয়াল ওয়েবসাইট বা কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করুন। অথবা আপনার যদি এন্ড্রয়েড ফোন থাকে তাহলে মাই রবি অ্যাপ লগইন করে সমস্ত অফারসমূহ এবং কোডসহ সকল কিছু জেনে নিন।
রবি ইন্টারনেট অফার ফ্রি কল, ফ্রি এসএমএস, বাড়তি ডাটা ২০২৪
অনেক সময় বিভিন্ন কারণবশত সিম কোম্পানি তাদের নির্দিষ্ট সিম গ্রাহকদের কিছু বিশেষ অফার দিয়ে থাকে, উদাহরণ হিসেবে বলা যায় যে ফ্রি কল অথবা ফ্রি এসএমএস সার্ভিস অথবা ফ্রি ইন্টারনেট সার্ভিস ইত্যাদি। এজন্য অফার সমূহ এক নজরে দেখে নিন।
আরো পড়ুনঃ লিভারের হজম শক্তি কমে গেলে কি হবে জেনে নিন।
রবি ফ্রি কল প্যাক
এই প্যাকেজটি ৩৫ টাকা রিচার্জে পাওয়া যাবে। এতে প্রতি সপ্তাহে ১০০ মিনিট ফ্রি কল দেওয়া হবে।
কোড ডায়াল করুন 123456#।
ফ্রি এসএমএস অফার
২০ টাকা রিচার্জে ৫০টি ফ্রি এসএমএস পাওয়া যাবে। এই এসএমএসগুলি নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ।
কোড ডায়াল করুন 123789#
বাড়তি ডাটা অফার
ডিটেইলস ১০০ টাকা রিচার্জে ২ জিবি অতিরিক্ত ডাটা পাওয়া যাবে। এই ডাটা ভ্যালিড থাকবে ৭ দিন।
কোড ডায়াল করুন 123101#
রবি স্পেশাল অফার
২০০ টাকা রিচার্জে ৫ জিবি ডাটা + ১০০ মিনিট ফ্রি কল + ১০০ এসএমএস পাওয়া যাবে।
কোড ডায়াল করুন 123202#
অফারগুলো শুধুমাত্র নির্দিষ্ট সময়ের জন্য প্রযোজ্য হতে পারে। সবসময়ই চাইলে কোন গ্রাহক এসকল অফার গুলো উপভোগ করতে পারবে না। এজন্য অবশ্যই উপরোক্ত আলোচিত সকল কোড সমূহ ডায়াল করে চেষ্টা করবেন। যদি সেই সার্ভিসটি বন্ধ করে দেয় তাহলে মাই রবি অ্যাপ ব্যবহার করবেন।
ফ্রি কল, ফ্রি এসএমএস, বাড়তি ডাটা রবি ইন্টারনেট অফার
রবি বিভিন্ন ধরনের ইন্টারনেট অফার প্রদান করে যা গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত হতে পারে।অফার ব্যবহার করার আগে অফারের শর্তাবলী ভালোভাবে পড়ে নিন। নিচে কিছু ফ্রি তে জনপ্রিয় অফারের তালিকা দেওয়া হলো
ফ্রি কল
অফার কোডঃ বিভিন্ন সময় ও অফারে বিশেষ কোড প্রদান করা হয়। উদাহরণস্বরূপ, "FREECALL" কোড দিয়ে কিছু নির্দিষ্ট সময়ে ফ্রি কল পাওয়া যেতে পারে।
উপলব্ধতাঃ সাধারণত এই অফারগুলো সীমিত সময়ের জন্য কার্যকর থাকে, তাই সময়মতো চেক করা উচিত।
ফ্রি এসএমএস
অফার কোডঃ "FREESMS" কোড ব্যবহার করে নির্দিষ্ট পরিমাণ ফ্রি এসএমএস পাওয়া যেতে পারে।
মেয়াদঃ ফ্রি এসএমএস অফার সাধারণত নির্দিষ্ট দিন পর্যন্ত বৈধ থাকে।
বাড়তি ডাটা
অফার কোডঃ "EXTRADATA" কোড ব্যবহার করলে অতিরিক্ত ডাটা পাওয়া যেতে পারে।
প্যাকেজঃ বিভিন্ন ডাটা প্যাকেজের মধ্যে নির্বাচনের সুযোগ থাকে যা আপনার ব্যবহারের উপর নির্ভর করে।
আরো পড়ুনঃ লিওনেল মেসি কোন ধর্ম অনুসরণ করে জেনে নিন।
এছাড়াও বিভিন্ন প্রয়োজনে রবির অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করবেন। এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের কাস্টমার কেয়ার নাম্বারে কল করে সকল সমস্যা তুলে ধরবেন এবং সঠিক সমাধান নেওয়ার চেষ্টা করবেন। কাস্টমার কেয়ার নম্বর হলো 121
লেখক এর শেষ মন্তব্য-রবি ইন্টারনেট অফার ২০২৩
রবি ইন্টারনেট অফার বছরের যেকোনো সময়ে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি চমৎকার সমাধান। প্রতিটি প্যাকেজের ভিন্নতা ও সাশ্রয়ী মূল্য সকল শ্রেণীর গ্রাহকদের চাহিদা মেটাতে সক্ষম। প্রযুক্তির এই যুগে দ্রুতগতির ইন্টারনেট সেবার মাধ্যমে রবি তাদের গ্রাহকদের জীবনের অংশীদার হতে চায়,
এবং এই অফারগুলো সেই লক্ষ্যে আরেক ধাপ এগিয়ে নিতে সাহায্য করবে। এরপরও যদি আপনার কোন প্রশ্ন কিংবা মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করার চেষ্টা করবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
মর্ডান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url