গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন Garments Quality Viva Question & Answerity ২০২৪
প্রিয় পাঠক গার্মেন্টস কোয়ালিটি চাকরি পাওয়ার আগে ইন্টারভিউে যে সকল প্রশ্ন করা হয় অর্থাৎ যে সকল প্রশ্নের উত্তর জানা আপনার জন্য খুবই জরুরী । যেসকল প্রশ্নের উত্তর আপনি না জানলে আপনি গার্মেন্টস কোয়ালিটি চাকরি পাবেন না ।
তাই আপনি যদি জানতে চান যে গার্মেন্টস কোয়ালিটি চাকরি পেতে হলে আমাকে কেমন প্রশ্নের সম্মুখীন হতে হবে? তাহলে আজকে পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
কেননা আজকের পোস্টটিতে আমরা আলোচনা করব, গার্মেন্টস কোয়ালিটির চাকরি পাওয়ার আগে ঠিক কেমন প্রশ্ন করা হয় । তাই আপনি যদি আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তর পেতে চান তাহলে আমাদের পোস্টটি সম্পূর্ণ পড়ুন ।
ভূমিকা
সাধারণত গার্মেন্টসে কোয়ালিটি দেখে প্রার্থী নির্বাচন করা হয়ে থাকে । এছাড়াও এখানে SSC কিংবা HSC অনেক ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয়ে থাকে। কেননা গার্মেন্টস কোয়ালিটি নির্বাচনে শিক্ষিত লোকের প্রয়োজন আছে ।
বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান শুধুমাত্র এই গার্মেন্টস শিল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছে । সাধারণত গার্মেন্টস শিল্পে কোয়ালিটি চাকরি পেতে হলে তেমন একটা অভিজ্ঞতার প্রয়োজন হয় না।
কিন্তু এমন কিছু প্রশ্ন আছে যেগুলো ইন্টারভিউতে করা হয়ে থাকে আর সে শুধু প্রশ্নের উত্তর না জানলে আপনার গার্মেন্টস কোয়ালিটির চাকরি অসম্ভব । গার্মেন্টস শিল্পে কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে আপনি যদি চাকরি করতে চান তাহলে প্রথমে আপনাকে কোয়ালিটি ইন্সপেক্টর হতে হবে।
গার্মেন্টস কোয়ালিটির চাকরি পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- আপনার বায়োডাটা বা CV
- আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
- আপনার চার কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি
- আপনার নাগরিকত্ব সনদপত্রের ফটোকপি
- এবং সর্বশেষে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি
গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন
সাধারণত গার্মেন্টস কোয়ালিটিতে তেমন কোন যোগ্যতা না থাকলেও কিছু বিষয় রয়েছে যেগুলো আপনার মধ্যে না থাকলে আপনার ক্ষেত্রে গার্মেন্টস কোয়ালিটির চাকরি পাওয়া অসম্ভব হয়ে যাবে।
উদাহরণ হিসেবে বলা যায় যে প্রথমে আপনার ড্রেস আপ অর্থাৎ আপনাকে স্মার্টনেস হতে হবে। কেননা এখানে কোয়ালিটি দেখে প্রার্থী নির্বাচন করা হয়ে থাকে এবং দ্বিতীয়ত ইন্টারভিউ এর সময় কিছু প্রশ্ন করা হয়ে থাকে।
যে সকল প্রশ্নগুলোর উত্তর আপনি যদি না জানেন তাহলে আপনি গার্মেন্টস কোয়ালিটির চাকরি কখনো পাবেন না। এজন্য সাধারণত গার্মেন্টস কোয়ালিটিতে যে সকল প্রশ্ন করা হয়ে থাকে। সে সকল প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের এই পোস্টটি ।
নিচে কিছু গার্মেন্টস কোয়ালিটির প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হলো, আশা করি এই প্রশ্ন এবং উত্তরগুলো আপনি ভালোভাবে যদি পারেন তাহলে আশা করা যায় আপনি গার্মেন্টস কোয়ালিটির চাকরি অবশ্যই পাবেন ।
১। ইন্ট্রোডিউ ইয়োরসেল্ফ ( introduce yourself )
প্রথমে আপনি যখন ইন্টারভিউতে বসবেন তখনই আপনাকে এ প্রশ্নটি করা হবে। এর অর্থ হচ্ছে আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। এ প্রশ্নটা একদম কমন একটি প্রশ্ন।
এজন্য আপনাকে নিজের সম্পর্কে খুব ভালোভাবে উপস্থাপনা করতে হবে। নিজেকে উপস্থাপনা করার জন্য কয়েকটি ধাপ রয়েছে আপনি চাইলে সে সকল ধাপগুলোকে অনুসরণ করতে পারেন ।
- প্রথমে আপনি আপনার নাম
- দ্বিতীয়ত আপনি কোথায় থেকে এসেছেন আপনার বাসা
- এরপরে আপনি আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এসএসসি এইচএসসি বা কোন উচ্চশিক্ষিত হন সেগুলো বলবেন।
- এরপর আপনার এক্সপেরিয়েন্স ( experience ) অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলবেন
- এবং সর্বশেষে আপনি আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে দু-এক লাইনে কিছু বলবেন
২। এসপিআই ( SPI ) কি
এসপিআই হলো স্টিচ পার ইঞ্চি (Stitch Per Inch ) অর্থাৎ 1 ইঞ্চিতে কতগুলো সেলাই থাকবে সেটা হচ্ছে স্টিচ পার ইঞ্চি ।
অর্থাৎ অনেক কাস্টমার বলে থাকে যে আমার কলারের এসপিআই লাগবে 10 কিংবা ১২ অথবা বডিতে লাগবে ১২ কিংবা ১৫ । সেক্ষেত্রে আপনাকে মেশিনে SPI সেট করে কাজ করতে হবে । এজন্য গার্মেন্টস কর্তৃপক্ষ আপনাকে এ প্রশ্নটি করতে পারে ।
৩। ডিটিএম কি DTM কি
DTM এর Full Meaning হচ্ছে– Dying to Match (রঙের সাথে মিল থাকা)
ডিটিএম এর অর্থ হচ্ছে মনে করুন আপনার কাছে একটি অর্ডার আছে ব্ল্যাক কালারের শার্টের । এখন আপনি এই ব্ল্যাক কালার শার্টটি যখন তৈরি করবেন তখন আপনি এই শার্টটিতে কোন কালারের থ্রেট দিবেন কিংবা কোন কালারের বাটন (বুতাম) দিবেন । এজন্য আপনাকে যে কালারের শার্ট সেই কালারের থ্রেট বা বাটন দিতে হবে আর এটিকে DTM বলে ।
৪। AQL কি?
AQL অর্থ হচ্ছে Acceptable Quality Level ( এক্সসেটেবল কোয়ালিটি লেভেল ) বা গুণগত মানের গ্রহণযোগ্য অবস্থা।
5। গার্মেন্টস বলতে কি বুঝ?
গার্মেন্টস হচ্ছে ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে পোশাক শিল্প বা পোশাক কারখানাকে বোঝানো হয় ।
৬। গার্মেন্টস কোয়ালিটির কাজ কি?
গার্মেন্টস কোয়ালিটির প্রধান কাজ হচ্ছে একটি পোশাকের গুণগত মান ঠিক আছে কিনা তা যাচাই-বাছাই করে দেখা।
৭। সেলাই কি?
সেলাই হচ্ছে দুটি বন্ধনীর জোড়া দেওয়াকে বোঝায় । অর্থাৎ এখানে দুইটি আলাদা কাপড় কে জোড়া লাগানোকে সেলাই বলে।
৮। স্কিপ স্টিচ কি?
সেলাইকৃত নিজের সুতা যদি উপরের সুতাকে না ধরতে পারে তখন তাকে স্কিপ স্টিচ বলে ।
৯। ব্রকেন স্টিচ কি?
সাধারণত দুইটি বন্ধনীর মধ্যে জোড়া লাগানো হচ্ছে সেলাই । আর এই সেলাইয়ের একটি স্টিচ কেটে গেলে তখন তাকে ব্রকেন স্টিচ বলে ।
১০। ওপেন স্টিচ কি?
অনেক সময় সেলাইয়ের সময় কিছুটা জায়গা ফেলাই হয় না সাধারণত এমন অবস্থাকে ওপেন স্টিচ বলে ।
১১। গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ কি?
গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ হচ্ছে একটি লাইনে সাধারণত যেসব মাল বা প্রোডাক্ট তৈরি হয় তার চেক করা অর্থাৎ যা একজন সুপারভাইজার এর পরের অবস্থান ।
১২। গার্মেন্টস কোয়ালিটির বেতন কত?
সাধারণত নতুনদের জন্য বর্তমানে ৯ হাজার থেকে ১০ হাজার টাকা দেওয়া হয় । এবং উক্ত ব্যক্তিকে প্রতিদিন ৮ ঘণ্টা করে কাজ করতে হবে । এছাড়াও ওভারটাইম হিসাবে কোন ব্যক্তি যদি চায় আট ঘন্টার বেশি কাজ করতে তাহলে সেই সুযোগ-সুবিধা রয়েছে । তার জন্য তাকে অতিরিক্ত বেতন দেওয়া হবে ।
১৩। CB full meaning কি?
CB এর Full Meaning হচ্ছে Centre Back
১৪। GTM এর Full Meaning কি?
GTM এর Full Meaning হচ্ছে– Garments Total Management যার অর্থ হলো গার্মেন্টস মোট ব্যবস্থাপনা
১৫। HPS and LPS কি ?
HPS এর Full Meaning হচ্ছে– High Point Shoulder
LPS এর Full Meaning হচ্ছে– Low Point Shoulder
ডিফেক্ট ও অল্টার (Defect and Alter) বিষয়ক প্রশ্ন
১৬। ডিফেক্ট কত প্রকার ও কি কি ?
ডিফেক্ট সাধারণত তিন প্রকার । যথাঃ
- Major Problem (বড় ধরনের সমস্যা)
- Minor Problem (ছোট ধরনের সমস্যা)
- Critical Problem (ক্ষুদ্র ধরনের সমস্যা)
১৭। ব্রকেন স্টিচ কি?
সাধারণত দুই বন্ধনীর জোড়া দেওয়া কেই সেলাই বলা হয় , আর এই সেলাইয়ের একটি স্টিচ কেটে গেলে তখন তাকে ব্রকেন স্টিচ বলা হয় ।
১৮। স্কিপ স্টিচ কি?
সাধারণত অনেক সময় দেখা যায় যে সেলাই করার সময় উপরে সুতা নিচের সুতা কে ধরতে পারেনা সেক্ষেত্রে সেটি গার্মেন্টসের ভাষায় স্কিপ স্টিচ হিসেবে ধরা হয় । তাই বলা যায় যে সেলাইকৃত নিচে সুতা যদি উপরের সুতাকে না ধরতে পারে তখন তাকে স্কিপ স্টিচ বলে ।
১৯। ওপেন স্টিচ কি?
অনেক সময় সেলাই করতে গিয়ে দেখা যায় যে কিছু জায়গা সেলাই এড়িয়ে গেছে অর্থাৎ সেলাই না হলে তখন তাকে ওপেন স্টিচ বলে ।
২০। প্লিট কি?
সেলাইকৃত কাপড়ে সেলাইয়ের সময় যদি কোন কুচি বা ভাঁজ পরে তখন তাকে ক্লিট বলা হয় ।
২১। ফেব্রিক defect কি কি?
ফেব্রিক সাধারণত পাঁচ প্রকার। যথা
- Fabric fault.
- Colour contamination.
- Fabric hole.
- Fabric Run.
- Fabric slap.
২২। Iron defect কি ?
অনেক সময় দেখা যায় যে আয়রনের মাধ্যমে ডিফেক্ট হয়ে থাকে, তখন সেই ডিফেক্ট কে আইরন ডিফেক্ট বলা হয় । উদাহরণ হিসেবে বলা যায় যে crease mark, shining mark.
২৩। Iron ক্ষেত্রে কত সংকেত তাপমাত্রা কত ডিগ্রী বুঝায় ?
সাধারণত আয়রনের কোন নির্দিষ্ট সংকেত তাপমাত্রা নেই । কিন্তু কিছু তাপমাত্রা আছে যেগুলো কে আয়রনের সংকেত তাপমাত্রা হিসেবে ধরা হয় । যেমন
- ১১০ ডিগ্রি তাপমাত্রা
- ১৫০ ডিগ্রি তাপমাত্রা
- এবং সর্বশেষে ২০০ ডিগ্রি তাপমাত্রা
২৪। একটি ইঞ্চি টেপে কত cm (সেন্টিমিটার) থাকে?
সাধারণত একটি ইঞ্চি টেপে ১৫০ cm (সেন্টিমিটার) থাকে।
২৫। একটি ইঞ্চি টেপে কত ইঞ্চি থাকে?
সাধারণত একটি ইঞ্চি টেপে ৬০ ইঞ্চি থাকে
২৬। Lay কি?
Lay হলো কাপড়ের প্রতিস্থাপন
২৭। Cutt mark কাকে বলে?
cutt mark হল সেলাইয়ের আগে সেলাইয়ের জন্য cutting থেকে যে mark
দেওয়া হয় তাকে cutt mark বলে ।
২৮। লাইনে blue ও black card বলতে কি বুঝ?
লাইনে blue card হল technical problem. Black card হল mechine problem
২৯। Shade কাকে বলে?
একই কাপড়ের মধ্যে রঙের পরিবর্তন হলে তখন তাকে Shade বলা হয় ।
৩০। Zipper কত প্রকার ও কি কি?
Zipper সাধারণত পাঁচ প্রকার হয়ে থাকে । উদাহরণ হিসেবে বলা যায় যে
- Zipper tape.
- Zipper teeth.
- Runner.
- Puller.
- Stopper
৩১। ওয়াশ কত প্রকার ও কি কি?
ওয়াশ সাধারণত পাঁচ প্রকার হয়ে থাকে । যথা
- Normal wash.
- Enzyme wash.
- Silicon wash.
- Sone wash.
- Garment wash.
৩২। ১০ mm (মিলিমিটার) সমান কত cm (সেন্টিমিটার)?
১০ mm (মিলিমিটার) সমান 1 cm (সেন্টিমিটার)
৩৩। ১ ইঞ্চি সমান কত সুতা হয়?
এক ইঞ্চি সমান আট সুতা হয়।
৩৪। এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার?
এক ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার
৩৫। ১ মিটার সমান কত সেন্টিমিটার?
১ মিটার সমান ১০০ সেন্টিমিটার
৩৬। ১ মিটার সমান কত ইঞ্চি?
1 মিটার সমান 39.37 ইঞ্চি
৩৭। মোকআপ কি এবং মোকআপ কেন ব্যবহার করা হয়?
মোকআপ কাজের নমুনা বুঝানোর জন্য সাধারণত মোকআপ ব্যবহার করা হয়।
৩৮। Trim card কি? Trim card কেনো ব্যবহার করা হয় ?
শুরু করার জন্য যেসব পণ্য বা উপাদান ব্যবহার করা হয় সেসব উপাদানের approval card হল trim card
৩৯। Measurement tape কি?
Measurement tape হল পরিমাপ করার ফিতা।
৪০। Stitch কত প্রকার কি কি?
Stitch সাধারণত দুই প্রকার হয়ে থাকে
- চেইন স্টিচ
- লক স্টিচ
৪১। Hread কত প্রকার ও কি কি?
thread সাধারণত চার প্রকার হয়
- polyester thread
- Cotton thread
- lylon thread
- silicon thread
৪২। সীম অ্যালাউন্স কি?
গার্মেন্টসের বর্ধিত অংশকে সীম অ্যালাউন্স বলা হয়ে থাকে।
গার্মেন্টস কোয়ালিটি কাজ কি জেনে নিন
সাধারণত গার্মেন্টস কোয়ালিটির কাজ হচ্ছে কোন প্রোডাক্টের গুণগত মান কেমন সেটা চেক করা। এবং সাধারণত গার্মেন্টস শ্রমিকরা যে সকল পণ্য উৎপাদন করে থাকে সেগুলোর গুণগত মান চেক করাই হচ্ছে তার প্রধান কাজ।
উদাহরণ হিসেবে বলা যায় যে মনে করুন কোন শ্রমিক একটি প্যান্ট তৈরি করেছে, এখন আপনার কাজ হচ্ছে সেই প্যান্টি কোথাও সমস্যা রয়েছে কিনা অর্থাৎ কোথায় ছেরাফাটা আছে কিনা, কোথায় কুঁচকে গেছে কিনা ইত্যাদি যাবতীয় সমস্যা চেক করা হচ্ছে গার্মেন্টস কোয়ালিটির প্রধান কাজ ।
এই পোস্টটি সম্পর্কে লেখক এর শেষ মন্তব্য
প্রিয় পাঠক আশা করি গার্মেন্টস কোয়ালিটি ইন্টারভিউে যে সকল প্রশ্ন করা হয়ে থাকে সে সমস্ত প্রশ্ন আজকে আমাদের এই আর্টিকেলটিতে আলোচনা করা হয়েছে । আশা করি প্রশ্নগুলো বুঝতে পেরেছেন।
এবং আপনি গার্মেন্টস কোয়ালিটি চাকরি পেতে হলে এ সকল প্রশ্নের পাশাপাশি আপনাকে সুন্দর পোশাক অর্থাৎ স্মার্টনেস হতে হবে। কেননা এ সকল চাকরিতে আপনার কোয়ালিটি দেখে আপনাকে নির্বাচন করা হবে।
তাই এ সকল কাজগুলোতে আপনি উপরোক্ত প্রশ্নের উত্তরগুলো এবং নিজেকে পরিপাটি হিসেবে সাজিয়ে যাবেন আশা করি আপনার চাকরি হয়ে যাবে।
এরপর যদি কোন প্রশ্নের উত্তর জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং আজকের পোস্টটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।
কেননা আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের তথ্য ও জ্ঞানমূলক পোস্ট করা হয়ে থাকে । পরিশেষে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
মর্ডান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url